ঢাবির চারুকলা অনুষদের দুই ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৮:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ০৮:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় চারুকলা অনুষদের দুই অধ্যাপক মু. আবুল হাশেম খান এবং মো. রফিকুন নবীকে অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ওসমান জামান মিলনায়তনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তর করে নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও অনুপ্রেরণা নিয়ে সকল প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ এক দিনের বন্ধ ঘোষণা
এছাড়াও তিনি শিল্পী অধ্যাপক মু. আবুল হাশেম খান ও অধ্যাপক মো. রফিকুন নবীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই দুই বিদগ্ধ পন্ডিত ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া