চাঁদাবাজি নিয়ে ঢাবি ছাত্রলীগের দু’পক্ষের মারামারি, ৩ নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল  © ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মোড়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ শনিবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাত দেড়টায় ঢামেক মেডিকেল মোড়ের দোকানগুলোতে চাঁদাবাজি করতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের দুই পক্ষ। তখন তাদের মধ্যে চাঁদাবাজিকে কেন্দ্র মারামারি হয়।

এ ঘটনায় আজ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের তিন নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট সুপারিশ করা হয়। বহিষ্কৃতরা হলেন— বুলবুল আহমেদ (সাংগঠনিক সম্পাদক), শিকদার সাজ্জাদ হোসেন তুষার (সহ-সভাপতি) ও জাহিদুল আলম নয়ন (যুগ্ন সাধারণ সম্পাদক)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে বুলবুল আহমেদ (সাংগঠনিক সম্পাদক, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), শিকদার সাজ্জাদ হোসেন তুষার (সহ-সভাপতি, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও জাহিদুল আলম নয়ন (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও বলা হয়, একই সাথে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্ৰীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হলো।


সর্বশেষ সংবাদ