'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক' বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠান
মোড়ক উন্মোচন অনুষ্ঠান  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অধ্যাপক সনৎকুমার সাহার লেখা বই 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

চার অধ্যায়ে বিন্যস্ত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থটির প্রবন্ধসমূহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা ও গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে লেখকের ভাবনা ও পর্যবেক্ষণ সম্পর্কে অভিমতের প্রতিফলন দেখা যায়।

অনুষ্ঠানে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, গ্রন্থটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে লেখকের যেসব অনুভূতি ও মতামত প্রকাশ পেয়েছে তা আমাদের মধ্যে চিন্তার সৃষ্টি করে, আবার পথেরও দিশা দেয়; যা আমাদের জন্য সহায়ক হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য এ বইয়ে সম্যক আলোচিত হয়েছে। বর্তমান পরিসরে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও ভবিষ্যত করণীয় নির্ধারণে বইটি কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি লেখককে ধন্যবাদ জানান ও আগামীতেও এ ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগস্টে

অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম. হুমায়ূন কবীর বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক বইটির প্রকাশ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের পড়া উচিত বলে আমি মনে করি।

গ্রন্থকার বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা তাঁর অনুভূতি সম্পর্কে বলেন, প্রবন্ধগুলি তিনি নির্দিষ্ট কোনো লক্ষ্যে বা উদ্দেশ্যে লেখেননি। তাঁর ভাবনায় যখন যেমন মনে হয়েছে তিনি সেভাবে লিখে গেছেন। যদি এগুলি পাঠকের চিন্তার খোরাক হয় এবং প্রাসঙ্গিক বিষয়ে পথ দেখায় তবে তিনি খুশি হবেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবাইদুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন হলের প্রভোস্ট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence