ঢাবিতে আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এফ রহমান হল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ২৮ মে ২০২৩, ০৬:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় ছেলেদের ১৩ টি হলকে হারিয়ে একক ও দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে স্যার. এ. এফ. রহমান হল। গতকাল শনিবার (২৭ মে) জিমনেশিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হলের শিক্ষার্থী আল আমিন মোড়ল এবং মো. রোবায়েদ জান্নাত। তাদের মধ্যে আল আমিন মোড়ল আবার একক ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় একক ক্যাটাগরিতে রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল এবং দ্বৈত ক্যাটাগরিতে রানার্স-আপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে দাবা ও ক্যারম খেলা সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে পড়াশুনায় মনোনিবেশ সহজ হয় বলে তিনি উল্লেখ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কমকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।