চবি ভর্তি পরীক্ষায় প্রক্টরিয়াল বডিকে সহায়তায় করবেন ৪ শিক্ষক

প্রক্টরিয়াল বডিকে সহায়তায় করবেন অতিরিক্ত চার শিক্ষক 
প্রক্টরিয়াল বডিকে সহায়তায় করবেন অতিরিক্ত চার শিক্ষক   © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্টরিয়াল বডিকে সহায়তা করবেন অতিরিক্ত চারজন শিক্ষক। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করবেন তারা।

সোমবার (১৫ মে) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. মো. নূরুল আজিম সিকদার। এছাড়াও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু করতে মাঠে থাকবে পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা করার জন্য আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত।  আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রক্টরিয়াল বডিকে নতুন চারজন শিক্ষক সহায়তা করবেন। তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দায়িত্ব পালন করবেন। 

প্রক্টরিয়াল বডিকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত চার শিক্ষক হলেন, ড. শিপক কৃষ্ণ দেবনাথ, মোহাম্মদ নাজেমুল হক, ড. তানজিনা শারমিন নিপুন এবং সুব্রত দাশ। প্রক্টরিয়াল বডির সাথে মোট নয়টি পয়েন্ট তারা দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ সংবাদ