রাবির সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমঝোতা স্মারক স্বাক্ষর

  © টিডিসি ফটো

দূর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিষয়ে শিক্ষা ও গবেষণা সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইউনুস আহমদ খান এবং বিডিআরসিএস-এর পক্ষে সংস্থাটির সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। রাবি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ে এই সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, বিডিআরসিএস বোর্ড সদস্য অধ্যাপক চৌধুরী মো. সারওয়ার জাহান ও ডিসিআরএম বিভাগের পরিচালক এম. এ. হালিম, রাজশাহী সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময়ের পর উপাচার্য বলেন, এই চুক্তির ফলে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সম্পর্কে সচেতনতা সম্পর্কিত গবেষণা ত্বরান্বিত হবে। এসব গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence