হলেই ঈদ করলেন রাবির ১৮৪ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২৩ দিনের ছুটি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। তবে খোলা রাখা হয়েছে আবাসিক হলগুলো। ঈদের ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। তবে ১৮৪ জন শিক্ষার্থী রয়ে গেছেন হলগুলোতে। সেখানেই তারা ঈদ পালন করলেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাবুল হক জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমসহ ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আবাসিক হল খোলা রাখা হয়েছে। ১৮৪ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে অবস্থান করছে। এখানেই তারা ঈদ উদযাপন করেছেন।

তিনি বলেন, মোট ১৭টি হলের মধ্যে ছেলেদের ১১টি হলের সবগুলোতেই রয়েছে বেশকিছু শিক্ষার্থী আর মেয়েদের ছয়টি হলের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং রহমতুন্নেসা হল বাদে বাকি চারটি হলে কোনো শিক্ষার্থী নেই।

প্রক্টর আরও বলেন, মতিহার হলে ৭ জন, শের-ই- বাংলা ফজলুল হক হলে ৫ জন, শাহ্ মখদুম হলে ৯ জন, নবাব আবদুল লতিফ হলে ২০ জন, সৈয়দ আমীর আলী হলে ৭ জন, শহিদ হবিবুর রহমান হলে ৩০ জন, মাদার বখশ হলে ৭ জন, শহিদ সোহরাওয়ার্দী হলে ২০ জন, শহিদ শামসুজ্জোহা হলে ১৫ জন, শহিদ জিয়াউর রহমান হলে ৩৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ জন, রহমতুন্নেসা হলে ৫ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১০ জন এবং মীর আবদুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে ৭ জন শিক্ষার্থী অবস্থান করছেন। সব মিলিয়ে ১৩টি হল ও ডরমিটরিতে মোট ১৮৪ জন শিক্ষার্থী অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ