আন্দোলনের মুখে চবি শিক্ষার্থীদের খাবারের দাম বৃদ্ধি প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক হলের ডাইনিংগুলোতে বাড়ানো খাবারের দাম প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে ১০ টাকা কমানোর প্রস্তাব করা হয়।

আজ শনিবার থেকে সকল আবাসিক হলগুলোতে আগের দামেই খাবার বিক্রি হবে। তবে শুক্রবার সাহ্‌রিতে ১০ টাকা বাড়তি দিয়েই শিক্ষার্থীদের খাবার খেতে হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার রাত ১০টায় হল প্রভোস্টদের নিয়ে এক জরুরি সভা আহ্বান করেন। এ সময় হল প্রভোস্ট, উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও প্রক্টর ড. নূরুল আজিম সিকদার উপস্থিত ছিলেন। পরে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার রাত ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দাম আগের মতো রাখা হয়েছে। তবে এখনই খাবারে সরাসরি ভর্তুকির বিষয়টি আসছে না। শিক্ষার্থীরা যে পরিমাণ টাকা খাবারের জন্য পরিশোধ করেন, তার ভেতরেই খাবার পরিবেশন করা হবে। ঈদের ছুটি শেষে সব শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরলে তাদের সঙ্গে আলোচনা করে পুনরায় দাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুন: শিক্ষকের টাকা ধার নিয়ে ১৪ মাসেও দিচ্ছেন না চবি ভিসির মেয়ে

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের মূল্যতালিকা পুননির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। মূল্য নির্ধারণের আগে প্রতি বেলা খাবারের মূল্য ছিল ২৫-৩০ টাকা। নতুন মূল্যে সেটি করা হয়েছিল ৩৫-৪০ টাকা। অন্যদিকে সাহরির খাবারের মূল্য ছিল ৫০ টাকা। সেটি বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছিল।

পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তীব্র সমালোচনা করেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এবং উপাচার্যের বাসভবনের সামনে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও আন্দোলন করে শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ