তথ্যপ্রযুক্তি ও বিশ্ব সম্পর্কে বিস্তারিত জানলে জ্ঞান টেকসই হবে: ঢাবি উপাচার্য
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তথ্যপ্রযুক্তি ও বিশ্ব সম্পর্কে বিষয়ভিত্তিক বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী কর্মসম্পাদন করতে পারলেই সেই জ্ঞান টেকসই হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত দিনব্যাপী কুইজ ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি করার একটি অন্যতম প্লাটফর্ম। টেকসই জ্ঞান অর্জন ও বিতরণের ক্ষেত্রে শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম টেকসই নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্ন্তভুক্তিমূলক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
আরও পড়ুন: ঢাবির বাসে শিক্ষার্থীকে মারধর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ড. মো. রায়হান সরকার বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমানসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ ও একক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।