জাবির গুচ্ছে আসার গুঞ্জন, যা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটি গুচ্ছের আওতায় এনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইতিমধ্যে এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন। সে অনুযায়ী, আগে থেকে গুচ্ছে থাকা ২২টি বিশ্ববিদ্যালয় এবারও একসঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

এরইমধ্যে গুঞ্জন উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসতে পারে। ইতিমধ্যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত নীতি নির্ধারকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও সভা হয়নি। এ ছাড়া এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। এখন সমাবর্তনের বিষয়ে প্রস্তুতি চলছে। এরপর ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে।

এর আগে ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছে থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। গত শুক্রবার গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ সিদ্ধান্ত নেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যে ভোগান্তির শিকার হয়েছেন, তা সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।

তবে সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুচ্ছে থাকার বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা থাকবে বলে আশা করছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে বলা যাবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (যবিপ্রবি) গুচ্ছে থাকবে না বলে গুঞ্জন উঠেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে। শিক্ষামন্ত্রী চান, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা হোক। সেই চেষ্টা চলছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ