অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারকে আবারও নিয়োগ দিল চবি

কে এম নূর আহমেদ
কে এম নূর আহমেদ  © টিডিসি ফটো

অবসরপ্রাপ্ত এক রেজিস্ট্রারকে পুনর্নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। পুনরায় নিয়োগপ্রাপ্ত ওই রেজিস্ট্রারের নাম কে এম নূর আহমদ। তাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কে এম নূর আহমেদ এর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ২০২০ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাউন্সিল শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। 

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার জানান, সাবেক রেজিস্ট্রার কে এম নুর আহমদকে কিছুদিনের জন্য রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছি। এর মধ্যে তারা রেজিস্ট্রার নিয়োগের সিলেকশন বোর্ড আহ্বান করে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দেবেন।

এর আগে, গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। 

সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন এবং নিজেরাও মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন। এ ঘটনার পরপরই গুঞ্জন ওঠে পদত্যাগ করেছেন  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে তারা অফিসিয়ালি কিছু জানেন না। কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ, কর্মকর্তাদের পদ থেকে শিক্ষকদের অপসারণসহ কয়েকটি দাবিতে তাদের আন্দোলন চলমান আছে।


সর্বশেষ সংবাদ