‘প্রকৃতি সংরক্ষণ পদক’ পেলেন জাবি অধ্যাপক মনিরুল

অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান
অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান  © সংগৃহীত

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২১’ এর জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান। আগামী ১৭ ডিসেম্বর ২০২২ তেজগাঁও শহীদ তাজউদ্দিন স্মরণীতে চ্যানেল আই প্রাঙ্গনে এক অনুষ্ঠানে তাঁকে এই পদক প্রদান করা হবে। 

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এই পদকের জন্য মনোনীত হওয়া ড. খানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। 

রবিবার বিশ্ববিদ্যালয়েরে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. খানের এ পদক লাভ প্রকৃতি ও জীববৈচিত্র্য গবেষণায় তাঁর অবদানের স্বীকৃতি। এ পদক লাভে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিতবোধ করছে। উপাচার্য আশা প্রকাশ করেন , ড. খান ভবিষ্যতে প্রকৃতি, প্রাণ ও জীব বৈচিত্র্য রক্ষায় আরও ভূমিকা রাখবেন।


সর্বশেষ সংবাদ