ভারমুক্ত হলেন জাবি প্রক্টর ফিরোজ

সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান
সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান প্রক্টর হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। 

রবিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলছিল বুটেক্সের আত্মঘাতী জয়ের

উপাচার্য নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে অস্থায়ী দায়িত্ব দিয়েই চলে আসছিল। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য স্থায়ী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজকে প্রক্টর পদে স্থায়ী নিয়োগ এরই অংশ। আশা করছি পর্যায়ক্রমে বাকি পদেও স্থায়ী নিয়োগ হবে।

এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রায় ৪ বছর ধরে ক্যাম্পাসে প্রক্টরের দায়িত্ব পালন করেছি। কখনও মনে হয় নাই স্থায়ী নাকি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। মনে হয়েছে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা রক্ষা মূল দায়িত্ব। আগামী দিনেও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ  চেষ্টা করবো। সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ। 

এর আগে, ২০১৮ সালের ১ নভেম্বর সহকারী প্রক্টর ও ২০১৯ সালের ২ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান আ স ম ফিরোজ উল হাসান। 


সর্বশেষ সংবাদ