২২ দফা দাবিতে আদায়ে অনড় চবি’র চারুকলার শিক্ষার্থীরা

চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন
চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলার শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে। তাদের ২২ দাবি ইন্সটিটিউটের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনভর আন্দোলনের পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।  তবে আন্দোলনে অনড় শিক্ষার্থীরা, কর্মসূচী চলবে রবিবারেও। 

আবাসিক হল এবং ক্লাসরুম সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা৷

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম জানান, আমাদের এসকল দাবি নতুন কিছু নয়। প্রশাসন সবসময় আশ্বাস দিয়ে এসেছেন। তাই আমাদের আন্দোলন চলবে। আমরা স্থায়ী সমাধান চাই। 

আরও পড়ুন: মাভাবিপ্রবির ভিসি দু’দিন ধরে অবরুদ্ধ

খন্দকার মাসরুল বলেন, উনারা বলছেন এটা সময়সাপেক্ষ ব্যাপার, তাই আপাতত এভাবেই ক্লাস করতে সবাইকে। কিন্তু আমরা কর্তৃপক্ষের এ আশ্বাসে সন্তুষ্ট নই। তাই আগামী রোববারও যথারীতি চলবে আমাদের অনির্দিষ্টকালের আন্দোলন।  
 
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-  নিজস্ব বাস চালু, ডাইনিং ও ক্যান্টিন তৈরি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা রাখা, পর্যাপ্ত ওয়াশরুম নির্মাণ, আর্ট ম্যাটারিয়ালসের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠাগার সংস্কার, জেনারেটরের ব্যবস্থা, মেডিক্যাল ব্যাকআপ, খেলাধুলার পর্যাপ্ত ইনসট্রুমেন্টের ব্যবস্থা, মেয়েদের আবাসিক হলের ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল, প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সংকট নিরসন, ছাত্র ও ছাত্রী মিলনায়তনের ব্যবস্থা, সেমিনারের পরিধি বাড়ানো, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, অজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা, সন্ধার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রতিটি শিক্ষার্থীর জন্য লকারের ব্যবস্থা নিশ্চিত করা এবং ছাত্রদের হলের ব্যবস্থা করা। 

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা বেশকিছু দাবি জানিয়েছে। তাদের একটি প্রতিনিধি দল ক্যাম্পাসে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবিগুলো  পূরণের আশ্বাস দিয়েছি আমরা। এ ছাড়া চারুকলা ইনস্টিটিউট পর্যবেক্ষণের জন্য একজন সহকারী প্রক্টর ও প্রকৌশলীকে পাঠানো হয়েছে। তারা শিক্ষার্থীদের সমস্যা শুনেছেন এবং পর্যবেক্ষণ করেছেন। যে সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান সম্ভব, সেগুলো আপাতত সমাধানের চেষ্টা করছি আমরা।  

এর আগে বুধবার (০২ নভেম্বর) এসব দাবিতে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষ আশানুরূপ কোনো পদক্ষেপ না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।


সর্বশেষ সংবাদ