জাবিতে রোটারেক্ট ক্লাবের সহযোগিতায় আইইএলটিএসের সুযোগ 

জাবিসাস কার্যালয়ে রোটারেক্ট ক্লাবের নেতৃবৃন্দ
জাবিসাস কার্যালয়ে রোটারেক্ট ক্লাবের নেতৃবৃন্দ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে এবং টেক পার্কের পৃষ্ঠপোষকতায় ৭৫% ছাড়ে মাত্র ২৭০০ টাকায়  আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (জাবিসাস) কার্যালয়ে এসব তথ্য জানান রোটারেক্ট ক্লাবের নেতৃবৃন্দ। 

এ সময় রোটারেক্ট ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক শিক্ষার্থীর স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা নেয়া। আর এজন্য আইইএলটিএস অপরিহার্য। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের এ বিষয়ে খুব স্বল্প জ্ঞান আছে।  সর্বোপরি, প্রশিক্ষণ ছাড়া আগ্রহী শিক্ষার্থীদের ভালো করার সুযোগ কম ৷ তাই, বেশির ভাগ শিক্ষার্থীই অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।

আরও পড়ুন: কবি নজরুল কলেজে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা

নভেম্বরের মাঝামাঝি আয়োজিত এ কোর্সে  বর্তমান শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মচারী এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। তবে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ৫০০০ এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৪০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 

কোর্সটির রেজিস্ট্রেশনের তারিখ আগামী ১-১০ নভেম্বর এবং সম্ভাব্য ক্লাস শুরুর তারিখ ১৫ নভেম্বর। 


সর্বশেষ সংবাদ