এশিয়ার সেরা ১০০ প্রতিভাবান তরুণের তালিকায় রাবির রাজু

রাজু আহমেদ
রাজু আহমেদ  © সংগৃহিত

এশিয়ার প্রায় এক হাজারেরও বেশি তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ তরুণদের বাছাই করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাজু আহমেদ। সমাজে অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে তাকে নির্বাচিত করা হয়েছে। তাকে মনস্টা অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হবে।

শনিবার (২২ অক্টোবর) রাতে রাজু আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডস মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম। যা ব্যক্তিগত এবং পেশাদার উভয় দক্ষতায় প্রতিভা ডিজাইন, বিকাশ এবং আবিষ্কার করে থাকে এবং মনোনীত তরুণ-তরুণীদের সম্মানসূচক ‘মনস্টা’ অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

বাংলাদেশ থেকে এআইএম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন এ বছরের এশিয়া ইয়ং ট্যালেন্ট পুরস্কারে মনস্টা এশিয়ার সাংগঠনিক অংশীদার। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডসের উদ্দেশ্য প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সী তরুণদের স্বীকৃতি দেওয়া। যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।

রাজু আহমেদ ‘অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন’ এর প্রতিষ্ঠাতা। এই সংগঠনের কার্যক্রম দেশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং মেহেরপুরে পরিচালিত হচ্ছে। সংগঠনটি মূলত তরুণদের সম্পৃক্ত করে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান ও সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকে।

রাজু আহমেদ বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছি। এই সম্মাননা আমাকে আমার কাজের গতি আরো বৃদ্ধি করবে। সংশিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।   

‘মনস্টা’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর আরো ৯ তরুণ। তারা হলেন- সাদী মোহাম্মাদ তামিম (প্রতিষ্ঠান সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), মোক্তার হোসেন (হেড অফ অপারেশন, জাহানারা ফাউন্ডেশন), ইসরাত শারমীন কেয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃদ্ধি ফাউন্ডেশন), আহসানুল মাহবুব লাব্বী (প্রতিষ্ঠাতা, নিউজপেপার অলিম্পিয়াড), মোহাইমেনুল সোলাইমান নিকোলাস (কনটেন্ট টিম লিড, রিভার্স স্কুল), মুরশিদুল আলম (টিম ব্যর্থ), সাজিদ উর রশিদ (কনটেন্ট রাইটার, রিভার্স স্কুল), তালহা জুবায়ের (ফাউন্ডার অফ ব্যাক্টো ক্রপ) এবং তাহমিনা আক্তার সুপ্তি (ফাউন্ডার অফ লাইট ফর লাইফ অ্যান্ড প্রজেক্ট ফরচুন)।


সর্বশেষ সংবাদ