ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক ‘মূকাভিনয়’ উৎসব শুরু
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০১:২১ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২২, ০১:২১ PM
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘মূকাভিনয় উৎসব’।
শুক্রবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারের স্লোগান- 'মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা'।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, মূকাভিনয় খুব প্রাচীন একটি শিল্প। যেটি ইতিহাসের আলোকে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে কিভাবে সমাজে পরিবর্তন ঘটায় তার বেশ কিছু উদাহরণ আমাদের সামনে আছে।
তিনি আরো বলেন, ২০১০ সালে মীর লোকমান নামে যখন আমাদের এক শিক্ষার্থীর মাধ্যমে শুরু হয়, তখনও অনেকে সচেতন ছিল না। তারপর ক্রমান্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ এবং সুধী সমাজের অংশগ্রহণের পর এই সংগঠনের সদস্য হওয়ার হিড়িক পড়ে যায়। মাইম এমন একটি শক্তিশালী মাধ্যম, যখন মাইমের মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করা হয় তখন বইয়ের কথার চেয়ে বেশি দাগ কাটে, মানুষ দীর্ঘদিন মনে রাখে। এবং এভাবেই একটি সমাজে পরিবর্তন ঘটে।
আরও পড়ুন: মোবাইলেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ এবং স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন।
তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন চলতেছে। অনুষ্ঠানে বন্য প্রাণী নিধন নিয়ে সাইলেন্ট থিয়েটার মঞ্চস্থ করে 'প্রলয় নাচন', থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ সাব্বির হোসেনের রচনা ও সঞ্চালনায় মঞ্চস্থ করে 'দ্য অনেস্ট', ভারতীয় মাইম লিটল ড্রামা গৌতম সাহার ভাবনায় ও নির্দেশনায় মঞ্চস্থ করে 'জুম চাষ', 'মাইম আর্ট' নিথর মাহবুবের রচনায় ও নির্দেশনায় চারটি নকশা মূকাভিনয় প্রদর্শন করে, 'শ্রুতি' চারণ শিখরে অভিযানের পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ করে 'বৃক্ষ লিপি'। ঢাকার 'গোল্লাছুট নাট্যদল' ওমর ফারুক সময়ের রচনায় ও শহিদুল্লাহ শহীদের নির্দেশনায় মঞ্চস্থ করে 'থার্ড পারসন' ও 'কাতুকুতু'।
এছাড়া উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ২৩ অক্টোবর রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক এ মূকাভিনয় উৎসব।