জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ থাকবে না — উপাচার্য

জাবি
জাবি   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি হল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণরুম শব্দটি থাকবে না।’

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে জাবিসাস উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রদের তিনটি ও ছাত্রীদের তিনটি আবাসিক হলের নির্মাণকাজ প্রায় শেষ। আগামী অক্টোবর বড়জোর নভেম্বর মাসে আমরা এক হাজার আসনবিশিষ্ট দুইটি হল উদ্বোধন করতে পারবো। এটি হলে বিশ্ববিদ্যালয়ের গণরুমের যে সংকট, সেটি নির্মূল করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ তারিখ নির্ধারণ করলেই আগামী ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

উপাচার্য বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে সমাবর্তন নিয়ে কথা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ফেব্রুয়ারি মাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি ফেব্রুয়ারি মাসের কোন একদিনকে নির্ধারণ করে দিলেই ওই দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ডিনদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। শিগগিরই বিভাগগুলোর সভাপতিদের সঙ্গে কথা বলে ক্যালেন্ডার চূড়ান্ত করবো, যাতে বিশ্ববিদ্যালয়ে সেশনজট না থাকে।’

উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক বলেন, ‘সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রদের সংগঠন। আমরা প্রত্যাশা করি সাংবাদিকেরা তাঁদের দায়িত্বশীল কাজের মাধ্যমে গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির বিদায়ী উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা ও নতুন উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমদকে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন : বিসিএসেও এত পরিশ্রম হয় না— অপারেশন সুন্দরবন নিয়ে নায়ক

অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই সাংবাদিকদের প্রথম সংগঠন। এখানে উপদেষ্টা হয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছি। উপাচার্য মহোদয় আমার উপর আস্থা এবং অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিকরা যাতে করে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে আমার সবসময় সহযোগিতা থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলকামা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বেলাল হোসেন। 


সর্বশেষ সংবাদ