জাবির বি ইউনিটে চান্স পেতে করণীয় 

জাবি
জাবি   © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। 

নম্বর বিভাজন: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ১৫, আইকিউ ১০, গণিত ৫ 

বাংলা: প্রশ্ন একদমই বেসিক থেকে আসবে৷ বাংলা ১ম পত্র বইয়ের পাঠ পরিচিতি আর কবি পরিচিতিগুলো পড়লেই কমন থাকবে৷ ব্যাকরণের জন্য ‘বাংলা পার্বণ’ বইটা পড়া লাগবে৷ ওই বইয়ের প্রতি চ্যাপ্টার শেষে যে এক্সারসাইজ দেওয়া থাকে, সেইগুলো ফলো করলে বাংলা ব্যাকরণ পার্ট ডান। 

ইংলিশ:  ইংলিশও একদম বেসিক জিনিস৷ এই মোমেন্টে আলাদা করে কিছু পড়ার নেই। ইংলিশ সবকিছু গ্রামার থেকেই হয়, তাই ফার্স্ট পেপারের চাপ নেই৷ আর প্যাসেজ আকারে কোশ্চেন দিলেও তার আন্সার সব প্যাসেজের ভেতরই থাকবে৷ 

জিকে: ‘বি’ ইউনিটের সব থেকে ট্রিকি পার্ট হচ্ছে জিকে। জিকে কঠিন আসে না কিন্তু ট্রিকি আসে৷ যেমন ইকোনমিক্সের টপিক থেকে, জিওগ্রাফির টপিক থেকে, নগর ও অঞ্চল পরিকল্পনার (URP) টপিক থেকেই সব কোশ্চেন আসে। সাম্প্রতিক থেকে কোশ্চেন আসলেও তা সব সোশ্যাল সায়েন্স বা ইকনোমিকস টপিকের আন্ডারেই হবে৷

যেমন- রানিং বাজেট, ফিন্যান্স মিনিস্ট্রি বা ইকনোমিকসের বেসিক কিছু জিনিস, শাসন ব্যবস্থা, সরকার-রাজনীতি, আইন ব্যবস্থা, সামাজিক বিজ্ঞানের বেসিক কোশ্চেন৷  তাছাড়া জিকে বই থেকে বেছে বেছে অর্থনীতি, জিওগ্রাফি, রাষ্ট্র, সমাজব্যবস্থা এসব টপিক দেখে গেলেও অনেক কাজে দিবে৷ এর পাশাপাশি রিসেন্ট জিকে সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অর্থনীতি ও আইন বিষয়ক রিসেন্ট জিকে গুলো অবশ্যই দেখে যেতে হবে৷ 

ম্যাথ: নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত 

আইকিউ: আইকিউ পার্ট এবার জিকে-এর ভেতর দেওয়া হয়েছে। সেই হিসেবে আইকিউতে কমপক্ষে ১০ মার্ক্স বরাদ্দ থাকবে। আইকিউ-এর জন্য আইকিউ সামিট বইটা কিনে সলভ করলে এনাফ৷ ট্রাই করা লাগবে ম্যাথ আর জিকে পার্ট মিলে যে ৩০ মার্ক্স, এটায় যেন মোটামুটি ২৫ কনফার্ম আন্সার করা যায়৷ 

জাবির ভর্তিতে শর্ত: 

১। ADMISSION টেস্ট ৮০ নম্বরের এবং সময় ৫৫ মিনিট৷ 

২। ‘বি’ ইউনিটে আইন বিষয়ের জন্য বাংলা ও ইংলিশ উভয় পার্টে ১৫ নম্বর করে পাওয়া লাগবে৷ 

৩৷ পাশ নম্বর ২৬.৪ 

৪৷ এইচএসসি ২০২১ এর রিফর্মড সিলেবাসে এডমিশন টেস্ট হবে৷ অর্থাৎ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে৷ 

জাবির ভর্তিতে সবশেষে যা কিছু মনে রাখা উচিৎ:  

১। প্রিপারেশনের সাথে হাল্কা টিকস এড করা লাগবে। টিকস বলতে টাইম ম্যানেজমেন্ট। যেমন- সবার আগে ম্যাথে আর আইকিউ সলভ করা৷ এরপর জিকে, ইংলিশ, সবার শেষে বাংলা৷ 

২৷ ম্যাথ আইকিউ মিলে ৩০ মিনিট, জিকে ১৫ মিনিট, বাংলা ৭ মিনিট, ইংলিশ ৮ মিনিটে কাভার করার ট্রাই করা লাগবে৷

৩৷ যখন ফার্স্ট ৩০ মার্ক্স ইজিলি পেয়ে যাবা, তখন অটো কনফিডেন্স গেইন করা যাবে৷ 

৪। চোখের দেখায় বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট লাগতে পারে৷ কিন্তু আসলে তা না। বরং জিনিসটা একটু ঘুরায়ে ওই বেসিক জিনিসই আসে৷ 

৫। অবশ্যই অবশ্যই ‘বি’ ইউনিটের আগের বছরের বা যত বছরের পারা যায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাওয়া লাগবে৷ 

৬। এডমিশন টেস্ট দিতে ক্যাম্পাসে এসে রং-বেরঙের শিট/নোট, ১০ মিনিট পড়লেই চান্স, এসব হেডলাইনওয়ালা কিছু কেনার কোনো প্রয়োজন নেই৷

লেখক: রওনক জাহান তিথি
শিক্ষার্থী, সরকার ও রাজনীতি বিভাগ, জাবি