বৃষ্টিতে যে ধরণের জুতা হবে আপনার সেরা সঙ্গী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৯:১৭ AM

‘নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহি রে’-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙক্তি যেন আজ বাস্তব হয়ে উঠেছে রাজধানীর ঢাকায়। আষাঢ়ের শুরুতেই নেমে এসেছে একটানা বৃষ্টি। আর এই বৃষ্টিতেই দুর্ভোগ বেড়েছে শহরের পথে ঘাটে চলাচলকারীদের। বিশেষ করে জুতা নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। অফিস হোক বা বাজার, বাইরে বের হওয়ার সময় পা ভিজে যাওয়ার ভয়, কাদা-পানিতে পিছলে যাওয়ার আশঙ্কা কিংবা প্রিয় জুতা নষ্ট হওয়ার দুশ্চিন্তা সব মিলিয়ে বৃষ্টির দিনে জুতা বেছে নেওয়া এখন হয়ে দাঁড়িয়েছে জরুরি এক সিদ্ধান্ত।
কেন আলাদা জুতা দরকার বর্ষায়
বৃষ্টিতে চামড়ার বা রেক্সিনের জুতা সহজেই নষ্ট হয়ে যায়। পানি লেগে সেগুলো ফেটে যায়, তাতে ব্যাকটেরিয়া বা ছত্রাকও জন্ম নিতে পারে। আবার অতিরিক্ত পিছলানো হিলে বা স্লিপারি জুতায় হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।
যে ধরনের জুতা উপযোগী বর্ষার জন্য
রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল
হালকা ও পানি নিরোধক রাবার বা পিভিসির তৈরি এই স্যান্ডেলগুলো বর্ষাকালে খুবই কার্যকর। এগুলোর নিচের তলায় গ্রিপ ভালো থাকায় পিছলে পড়ার সম্ভাবনা কম।
ক্রক্স (Crocs)
পা ঢেকে রাখে এমন নরম ক্রক্স জুতা কাদা-পানি থেকে সুরক্ষা দেয়। বাতাস চলাচলের সুবিধায় পা সহজে শুকিয়ে যায় এবং ছত্রাক সংক্রমণের সম্ভাবনাও কম থাকে।
আরও পড়ুন: যেসব কারণে দ্রুত নষ্ট হয় স্মার্টফোন
ফ্লিপ ফ্লপ ও স্লাইডার
হালকা, দ্রুত শুকানো যায়, এবং সহজে ধোয়া যায় এই তিন গুণের জন্য ফ্লিপ ফ্লপ বা স্লাইডার স্যান্ডেল বর্ষার দিনে আরামদায়ক বিকল্প।
রেইনি বুট ও কাফ লেংথ বুট
অনেকটাই পা ঢেকে রাখে বলে কাদা ও বৃষ্টির পানি থেকে ভালো সুরক্ষা দেয়। মিনি ড্রেস, স্কার্ট বা এমনকি জিনসের সঙ্গেও মানিয়ে যায়।
ফ্যাশনেবল রেইন স্লিপ অনস
যারা স্টাইল ছাড়তে চান না, তাদের জন্য রয়েছে সিনথেটিক উপাদানে তৈরি রেইন স্লিপ অনস। দেখতে চমৎকার, আবার ভিজেও তেমন ক্ষতি হয় না।
যেসব জুতা এড়িয়ে চলবেন
চামড়ার জুতা, পেন্সিল বা উঁচু হিল, বড় ফ্ল্যাট সোল, কাপড়ের জুতা (যদি দ্রুত না শুকায়), স্লিপারি চপ্পল এই সব জুতায় পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।
বিশেষজ্ঞের পরামর্শ
বাটার মার্কেটিং ম্যানেজার ইফতেখার মল্লিক বলেন, বর্ষার জন্য পানি নিরোধক নতুন ডিজাইনের জুতা বাজারে এসেছে। এসব জুতা আরামদায়ক ও দীর্ঘস্থায়ী। কাদা-পানি সমস্যা এড়াতে এই সময় চামড়ার জুতা না পরাই ভালো।
বৃষ্টি উপভোগ করুন, কিন্তু নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য মাথায় রেখে। কারণ সঠিক জুতা বেছে নেওয়াই হতে পারে এক বৃষ্টিভেজা দিনকে আরামদায়ক করে তোলার প্রথম পদক্ষেপ।