কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ

মেকআপ লুক
মেকআপ লুক  © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদের আমেজ। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মেকআপ। মেকআপ এমন একটি আর্ট যা আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলো হাইলাইট করতে হেল্প করে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, গত কয়েক বছর ধরে মেকআপ ট্রেন্ডে এসেছে অনেক পরিবর্তন। 

এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ কেমন হতে পারে সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। 

মিনিমাল মেকআপ লুক:
মেকআপ ট্রেন্ডের অন্যতম জনপ্রিয় ধরন হলো মিনিমাল লুক। আগে মনে করা হতো, ভারী মেকআপেই সৌন্দর্য ফুটে ওঠে, তবে এখন সেই ধারণা বদলেছে। অল্প পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করেও একটি পারফেক্ট লুক তৈরি করা যায়। যেমন—ফাউন্ডেশনের বদলে কেবল কনসিলার দিয়ে দাগ ঢেকে সামান্য ব্লাশ ব্যবহার করলেই পাওয়া যায় সুন্দর ও ন্যাচারাল বেইজ। যেহেতু ঈদের দিনে গরমের সম্ভাবনা বেশি, তাই হালকা মেকআপই হতে পারে বেস্ট চয়েস।

গ্লসি মেকআপ লুক:
গ্লো করা ত্বকের সৌন্দর্য অনন্য, আর এই কারণেই গ্লসি মেকআপ লুক এখন বেশ জনপ্রিয়। ঈদের সকালে এই লুক ট্রাই করতে পারেন। ফাউন্ডেশনের সাথে ইল্যুমিনেটর মিশিয়ে বা লিকুইড হাইলাইটার ব্যবহার করে ফেইসে গ্লো আনা সম্ভব। লিপস্টিকের ক্ষেত্রে লিকুইড ম্যাটের পরিবর্তে লিপগ্লস বেছে নেওয়াই ট্রেন্ডি। ঠোঁটের শেপ ডিফাইন করতে লিপলাইনার দিয়ে ড্র করে তার ওপর লিপগ্লস ব্যবহার করা এখনকার জনপ্রিয় স্টাইল।

কাজল দিয়ে আইলুক:
এক সময় চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে মোটা করে কাজল ব্যবহার করা হতো, আর সেই ট্রেন্ড আবার ফিরে এসেছে। অনেকে এখন আইলাইনার বাদ দিয়ে চোখের নিচে মোটা করে কাজল ব্যবহার করছেন। চাইলে কাজলকে স্মাজ করে স্মোকি আইলুক-ও ট্রাই করতে পারেন, যা এখন বেশ জনপ্রিয়।

লাইট শেডের আইশ্যাডো ও ব্লাশ:
বেশিরভাগ মানুষ এখন লাইট শেডের মেকআপ পছন্দ করেন। ব্রাউনিশ বা পিচ টোনের আইশ্যাডো যেকোনো পোশাকের সাথে সহজেই মানিয়ে যায়। ব্লাশের ক্ষেত্রেও লাইট পিংক বা পিচ শেড বেছে নেওয়া ভালো, যা ন্যাচারাল লুক বজায় রাখে। একরঙা মেকআপ লুকের জন্য একই শেডের আইশ্যাডো ও ব্লাশ ব্যবহার করতে পারেন।

ন্যাচারাল আইব্রো:
আগে ড্রামাটিক আইব্রো ট্রেন্ডি থাকলেও এখন বেশি জনপ্রিয় ন্যাচারাল আইব্রো। অনেকে আইব্রো পেন্সিলের বদলে আইব্রো জেল দিয়ে সেট করছেন, যা সহজেই ন্যাচারাল লুক তৈরি করে। সঠিকভাবে আইব্রো ড্র না করলে মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই এখনকার ট্রেন্ড ন্যাচারাল ফিনিশিং।

ডার্ক লিপস্টিক:
যদিও ন্যুড লিপস্টিক ট্রেন্ডে রয়েছে, তবে ডার্ক লিপস্টিকের জনপ্রিয়তা কখনোই কমবে না। লাল, মেরুন বা ডার্ক বেরির মতো শেডের লিপস্টিক আপনার পুরো লুককে নতুন মাত্রা দিতে পারে। হালকা মেকআপ করলেও ডার্ক লিপস্টিক আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তবে পোশাক যদি খুব গর্জিয়াস হয়, তাহলে ন্যুড শেডের লিপস্টিক বেছে নিতে পারেন।


সর্বশেষ সংবাদ