এবার আলোচনায় চীনে তৈরি নতুন এআই এজেন্ট ‘ম্যানাস’

স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারে মানুস এআই এজেন্ট
স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারে মানুস এআই এজেন্ট  © সংগৃহীত

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল গত জানুয়ারিতে উন্মুক্তের পরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এবার চীনে তৈরি নতুন এআই এজেন্ট ‘ম্যানাস’ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মনিকা নামের একটি স্টার্টআপ পরীক্ষামূলকভাবে এআই এজেন্টটি উন্মুক্ত করেছে। এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায় এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলছে চীন।

ম্যানাসকে বিশ্বের প্রথম সত্যিকারের সাধারণ এআই এজেন্ট হিসেবে অভিহিত করা হচ্ছে। জানা গেছে, এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা করা, পরিকল্পনা ও কাজ সম্পাদন করাসহ সম্পূর্ণ ফলাফল দিতে সক্ষম। ওয়েবসাইট অনুসারে, ম্যানাস এআই এজেন্ট জাপান ভ্রমণের জন্য একটি ভ্রমণসূচি তৈরি করতে, স্টকের বিশ্লেষণ দিতে, স্কুলশিক্ষকদের জন্য ইন্টারেক্টিভ কোর্সওয়ার্ক তৈরি, বিভিন্ন বীমা নীতি বিশ্লেষণ করতেও সক্ষম। কোম্পানি অনুসারে, ম্যানাস ওপেনএআইয়ের ডিপরিসার্চকে ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন: বাস থেকে ‘অচেতন শিক্ষার্থীকে’ ফেলা হয় মহাসড়কের পাশে, প্রতিবাদে অবরোধ 

কোম্পানি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ম্যানাসডটআইএমে এআই এজেন্টের একটি ডেমো ভিডিও শেয়ার করেছে। প্রিভিউ চালু হওয়ার কয়েক ঘণ্টায় এআই এজেন্টটি নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন এআই দিয়ে কাজ করা বেশ সহজ। অন্য এআই চ্যাটবটের মতো এটি প্রম্পট ব্যবহার করে কাজ করতে পারে। ম্যানাস ফাইল তৈরি করতে এবং তথ্যের জন্য সক্রিয়ভাবে ওয়েব ব্রাউজ করতে পারে। ওয়েব পৃষ্ঠাগুলোর সঙ্গে লাইভ ইন্টারঅ্যাকশন করতে, স্ক্রিনশট নিতে ও পরে পর্যালোচনার জন্য ব্রাউজিং কার্যকলাপ রেকর্ডও করতে সক্ষম এটি।

বর্তমানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান দ্রুতগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনছে। কারণ ইন্টারনেট ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আসছে। এখন লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীকে আরও স্মার্ট ও কার্যকর ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া।

আরও পড়ুন: রাবির প্রবেশপত্র ডাউনলোড শুরুর সম্ভাব্য সময় জানা গেল

এ ধারায় ম্যানাস এআই যুক্ত করেছে এক নতুন মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, চীনে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি ম্যানাসকে ভবিষ্যতের একটি উল্লেখযোগ্য স্বয়ংক্রিয় এআই টুল হিসেবে গড়ে তুলতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ সংবাদ