বাস থেকে ‘অচেতন শিক্ষার্থীকে’ ফেলা হয় মহাসড়কের পাশে, প্রতিবাদে অবরোধ 

শিক্ষার্থীকে মহাসড়কের পাশে ফেলে রাখার অভিযোগে সড়ক অবরোধ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষার্থীকে মহাসড়কের পাশে ফেলে রাখার অভিযোগে সড়ক অবরোধ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ‘ইমাম’ বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় ময়মনসিংহ বাইপাস এলাকায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

জানা গেছে, সোমবার (১০ মার্চ) ময়মনসিংহগামী ‘ইমাম’ বাসে করে আসার পথে ইফতারের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করা হয় শিক্ষার্থীকে। পরে তার সাথে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী নিয়ে নেয়। ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাইম ইসলাম রাহি। শিক্ষার্থীদের অভিযোগ, এ ঘটনার সাথে ‘ইমাম’ বাসের যোগসূত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা প্রথমে বাস আটকানোর জন্য গেলেও সব ইমাম বাস চলাচল বন্ধ রাখা হয়। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। 

এ সময় শিক্ষার্থী, সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। পরে শিক্ষার্থীরা ৫ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

আরো পড়ুন: কুয়েটে নিষিদ্ধ হলো ছাত্ররাজনীতি—জড়িতদের আজীবন বহিষ্কার, ছাত্রত্ব বাতিল

দাবির মধ্যে রয়েছে- মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি, ইমাম বাস মালিক, অপরাধী বাসচালক, সহকারী, কন্ট্রাক্টরসহ হাজির করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্যে ঢাকা-ময়মনসিংহ রুট বন্ধ ঘোষণা করা হবে। ভুক্তভোগীর সব চিকিৎসা ব্যয় ইমাম বাস মালিককে নিতে হবে। 

এ ছাড়া অপরাধীদের যথাযথ আইনের আওতায় এনে আগামীকালের ভেতরে বিচার নিশ্চিত করতে হবে। ত্রিশাল থেকে সব রুটে বাসের ভাড়া নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে সমন্বয় করে নির্দিষ্ট করে দিতে হবে এবং ত্রিশালে সব বাসের কাউন্টার দিতে হবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় আলোচনায় বসা হবে। ইমাম গাড়ির প্রতিনিধি, মালিক সমিতির প্রতিনিধি নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বসবেন বলে জানান তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence