ছয় দফা দাবিতে রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ও সড়কপথ অবরোধ
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ PM

ছয় দফা দাবিতে রাজশাহীতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের গোরহাঙ্গা মোড়ে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেন শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিক্ষোভের কারণে রেল ও সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে রাস্তার এক পাশ খুলে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সড়কের অপর পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো
জুনিয়র ইন্সট্রাক্টর পদে অনিয়মিত পদোন্নতি বাতিল
ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। পাশাপাশি, পদবি পরিবর্তনসহ মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতে গোপনে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ
যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালুর দাবি তোলেন তারা। একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করার কথাও বলেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বিসিবিতে দুদকের হানা, অভিযান শেষে যা জানা গেল
ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত
উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাসকৃতদের জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠানে তাঁদের নিম্নমানের পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কারিগরি শিক্ষায় দক্ষ জনবল নিয়োগ
কারিগরি শিক্ষা পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত ব্যক্তিদের নিয়োগ বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন
কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করে দক্ষ জনসম্পদ তৈরির লক্ষ্যে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন তারা। একই সঙ্গে নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে ডুয়েটের অধীনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে সরিয়ে দিতে কাজ করছি। যান চলাচল স্বাভাবিক রাখতেই রাস্তার এক পাশ খুলে দেওয়া হয়েছে।’