কম্পিউটারের গতি বাড়াবেন যেভাবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © এআই

পুরোনো হয়ে আসা ল্যাপটপ কিংবা ডেস্কটপ হঠাৎ ধীরগতিতে কাজ করতে শুরু করলে বিরক্তি চরমে ওঠে। ফাইল খুলতে সময় নেয়, ব্রাউজার ঝুলে যায়, কখনো বা সিস্টেম হ্যাং করে। অথচ নতুন পিসি কেনা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে কিছু সহজ কৌশল মেনে চললে আপনার ব্যবহৃত কম্পিউটারটিকেই আগের চেয়ে অনেক গতি সম্পন্ন করা সম্ভব।

অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন
কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গেই অনেক সফটওয়্যার পেছনে চলতে শুরু করে, যা সিস্টেমকে ধীর করে তোলে। কন্ট্রোল প্যানেল থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো সরিয়ে ফেলুন। বিশেষ করে যেসব সফটওয়্যার আপনি একবারও ব্যবহার করছেন না, সেগুলো মুছে ফেলা সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

স্টার্টআপ অ্যাপ নিয়ন্ত্রণ করুন
কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে যেসব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, সেগুলোর তালিকা ছোট করে ফেললে বুট টাইম কমবে এবং গতি বাড়বে। উইন্ডোজে `Task Manager > Startup` ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ ‘Disable’ করে দিন।

হার্ডড্রাইভের বদলে এসএসডি ব্যবহার
যদি এখনো HDD (হার্ডড্রাইভ) ব্যবহার করে থাকেন, তাহলে SSD (Solid State Drive) তে আপগ্রেড করাই সবচেয়ে ভালো সমাধান। এটি আপনার কম্পিউটারের গতি কয়েকগুণ বাড়িয়ে দেবে—বুট টাইম, ফাইল ওপেনিং, সফটওয়্যার চালানো—সবকিছুই হবে অনেক দ্রুত।

ডিস্ক ক্লিনআপ ও ডিফ্র্যাগমেন্ট করুন
`Disk Cleanup` টুল ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশে ও টেম্প ফাইলগুলো মুছে ফেলুন। আর যদি HDD ব্যবহার করেন, তাহলে `Defragment and Optimize Drives` টুল ব্যবহার করে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করুন।

র‍্যাম (RAM) বাড়ান
যেকোনো আধুনিক সফটওয়্যার বা ব্রাউজার অনেক বেশি র‍্যাম খায়। আপনার পিসিতে যদি মাত্র ৪ বা ৮ জিবি র‍্যাম থাকে, তাহলে সেটিকে ১৬ জিবিতে উন্নীত করা বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যারা ভিডিও এডিটিং, প্রোগ্রামিং বা ভারী ব্রাউজিং করেন, তাদের জন্য এটি অত্যন্ত জরুরি।

অ্যান্টিভাইরাস স্ক্যান চালান
অনেক সময় ভাইরাস বা ম্যালওয়্যার কম্পিউটারের গতি কমিয়ে দেয়। নিয়মিত ফুল স্ক্যান করে ভাইরাস চিহ্নিত করুন ও রিমুভ করুন। নির্ভরযোগ্য কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

ওয়েব ব্রাউজার অপটিমাইজ করুন
যারা দিনের বেশিরভাগ সময় ব্রাউজারে কাটান, তাদের গতি কমে যাওয়ার অন্যতম কারণ হলো ব্রাউজারের একাধিক ট্যাব, এক্সটেনশন ও জমে থাকা কুকিজ। প্রতিনিয়ত Cache এবং Browsing History ক্লিয়ার করুন। অপ্রয়োজনীয় এক্সটেনশন বন্ধ রাখুন।

অটো আপডেট বন্ধ করুন
অনেক সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে, যা ইন্টারনেট স্পিড ও প্রসেসর দুইকেই প্রভাবিত করে। সিস্টেম আপডেট গুরুত্বপূর্ণ হলেও, অপ্রয়োজনীয় সফটওয়্যারের অটো আপডেট বন্ধ করে দিন।

কম্পিউটারের গতি কমে গেলে প্রথমেই নতুন পিসি কেনার চিন্তা না করে একবার নিজের ব্যবহারে পরিবর্তন আনুন। নিয়মিত পরিচর্যা, অপ্রয়োজনীয়তা বর্জন এবং হার্ডওয়্যার আপগ্রেড—এই তিনটি পদক্ষেপেই আপনি আপনার কম্পিউটারকে আগের মতো তরতাজা করে তুলতে পারবেন।


সর্বশেষ সংবাদ