একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাবি সাদা দলের একাংশের শিক্ষকদের

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা  © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের একাংশের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ২ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তার পরই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

রাত সাড়ে ১২টার পর ঢাবি সাদা দলের একাংশের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাদা দলের ওই অংশের যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।


সর্বশেষ সংবাদ