জাতীয়করণের দাবি আদায়ে শিক্ষক সমাবেশ আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ AM

দাবি শিক্ষক সমাবেশ করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের এই নেতা জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেন। এছাড়া সমাবেশ থেকে যে কোনো একদিনে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে।’
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।’
গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্র কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।