জাতীয়করণের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ PM

বেসরকারি এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট’। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজি। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। সারা দেশের অসংখ্য শিক্ষক আগামীকালকের কর্মসূচিতে অংশ নেবে।’
এই শিক্ষক নেতা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার পর আমরা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। একইসঙ্গে আগামীকালও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে।’
প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাত দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।