জাতীয়করণের দাবি আদায়ে অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা বেসরকারি শিক্ষকদের

জাতীয়করেণের দাবিতে আন্দোলনরত শিক্ষক
জাতীয়করেণের দাবিতে আন্দোলনরত শিক্ষক  © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকরা বলছেন, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।

মাধ্যমিক কারিগরি শিক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ মোশারফ জানান, ‘সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা প্রেস ক্লাব ছেড়ে যাব না। আজকের মধ্যে দাবি মেনে না নিলে কাল অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’

এই শিক্ষক নেতা আরও বলেন, ‘আমরা আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতিসহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধদিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন।’

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে।


সর্বশেষ সংবাদ