প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকদের লিখিত বক্তব্য তুলে ধরবেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  © ফাইল ফটো

সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লিখিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের দেয়া লিখিত বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২০২৪ সাল থেকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। বৈঠকে এ কথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি।

কাদের আরও বলেন, শিক্ষকদের দাবিগুলোর মধ্যে এটাও অন্যতম একটা দাবি... তাদের কথা হচ্ছে, সবার পেনশন কার্যকর হবে ২৫ সাল থেকে আমাদের কেন ২৪ সাল? আমি বলতে চাই, শিক্ষকদের ব্যাপারে যে বার্তা গেছে সেটা মিস্টেক। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে ১ জুলাই ২০২৫।

শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে কাদের বলেন, পরবর্তী যেকোনো সিদ্ধান্ত আলাপ-আলোচনার মাধ্যমে নেওয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিক ভাবে তাদের ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা। এছাড়া শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ