ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিতে ইতালি যাচ্ছেন দুই শিক্ষার্থী

ইংলিশ অলিম্পিয়াডের লোগো
ইংলিশ অলিম্পিয়াডের লোগো  © সংগৃহীত

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নিতে ইতালি যাচ্ছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী। রাজধানীর সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুনতাসির আহসান ও এসএসসি উত্তীর্ণ নন্দিনী অলকানন্দা চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ইতালির রোমে এ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। মূল অলিম্পিয়াডে অংশ নিতে আঞ্চলিক পর্যায়ে ধাপে ধাপে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে। গত মার্চ মাস থেকে কয়েকটি ধাপে প্রতিযোগিতা হয়েছে। প্রাথমিক ধাপে ৯৫ জন শিক্ষার্থী অংশ নেন। 

আরো পড়ুন: আগামী বছর থেকে শিক্ষকদের পেনশন স্কিম, জানাল জাতীয় পেনশন কর্তৃপক্ষ

জাতীয় পর্যায়ে সবচেয়ে ভালো ফল করায় মুনতাসির মূল অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পান। আর গত ১৩ জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন নন্দিনী অলকানন্দা। তিনি ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ