এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে অংশ নিয়েই বাজিমাত যবিপ্রবির জহিরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ AM
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ে জহির সবাইকে চমকে দিয়ে জিতেছেন রুপা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) তেহরানে অনুষ্ঠিত ফাইনালে ৬ নম্বর লেনে দৌড়ে জহির টাইমিং করেছেন ৪৮.১০ সেকেন্ড। প্রথম হওয়া ইরানের অ্যাথলেট সাজ্জাদ আঘাইয়ের টাইমিং ৪৭.৯৫।
জহির রায়হান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী।
৪০০ মিটার দৌড়ে জহির রায়হান গত শনিবার হিটে প্রথম হয়েছিলেন ৪৮ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে। সদ্য সমাপ্ত ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নিয়েছিলেন ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড।
ফাইনালের আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব আশাবাদী ছিলেন জহির চমক দেবেন। সেই আশা পূরণ করেছেন জহির রায়হান।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। গত বছর ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর রহমান।
এ প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার হিট থেকেই বাদ পড়ে যান। হিটে ১৭ জনের মধ্যে তিনি হয়েছেন ১৩তম।