৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল আনন্দে, গাছে চড়ে, পুকুর-নদীতে ডুব দিয়ে। বেড়ে উঠেছেন গ্রামের সবুজ প্রকৃতিতে। দুরন্ত কৈশোরের খেলার সাথীদের অনেকের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু থেমে যাননি রিমা। বিশ্ববিদ্যালয় এসে ক্যাম্পাসেও ছিলেন প্রাণবন্ত। উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে পিএইচডির স্বপ্ন দেখা রিমা পরিবারকে সময় দেওয়ার জন্য একসময় বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন। প্রথম বিসিএসে পেয়ে যান তার স্বপ্নের ক্যাডার। কেমন ছিল রিমার জীবন? তার জীবনের গল্প জানিয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে। স্মরণ করেছেন এতদূর আসতে যাদের সহযোগিতা পেয়েছেন, জানিয়েছেন নিজেকে ছাড়িয়ে যাওয়া জীবনের গল্প।
রিমা ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। রিমা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নিজের সাফল্য নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি জানান, এক বড় ভাই ফলাফলের আগের রাতে আমার রেজিস্ট্রেশন নাম্বার নেন। কথা ছিল পছন্দের ক্যাডার আসলে আমাকে ফোন দেবেন। বিসিএস ফলাফল প্রকাশের দিন বিকেলে আমি ফেসবুকেই ছিলাম। বার বার চাকরির গ্রুপগুলোতে চেক করছিলাম রেজাল্ট দিয়েছি কিনা। তখন নজরুল ভাইয়ের কল আসে আমি কেটে দেই। ভাইয়া শুধুমাত্র একটা শব্দ লেখেন এডমিন। পিডিএফ চেক করে নিজের রোল পেলাম শুরুর দিকেই। কেমন যে অনুভূতি হলো জানি না, শুধু মনে হলো প্রচণ্ড গরমের দুপুরে যেন আল্লাহর রহমতের বৃষ্টি। প্রথমেই দুই রাকাত নফল নামাজ আদায় করে ফোন দিলাম মা-বাবা, ভাইয়াকে। সেদিন কেঁদেছিলাম। এখনো মনে পড়লে চোখ ভিজে যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়।
অংশগ্রহণের দিক থেকে রিমার এটা ছিল প্রথম বিসিএস। অনেক আগে থেকেই তার ইচ্ছে ছিল পিএইচডি করার। কিন্তু বাড়ির একমাত্র মেয়ে হওয়াতে দেশের বাইরে যাওয়াতে মত দেননি পরিবার।
কোভিড মহামারি চলাকালীন সময়ে সব থেকে প্রিয় মানুষ নানাজান মারা যান। রিমা জানান,আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল, পড়াশোনা থেকে সম্পূর্ণ গ্যাপ নিলাম। সেই সাথে মনে হলো বাবা-মায়ের বয়স বাড়ছে। তাদের রেখে দেশের বাইরে যাওয়া পসিবল হবে না। বইয়ের ধুলো ঝেড়ে শুরু করলাম এক নতুন অধ্যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ নিরাশ করেননি।
রিমা ও তার ভাই বড় হয়েছেন নানা-নানির কাছে। তবে দাদা বাড়িও ছিল কাছেই। তাই বাবা মায়ের শাসন থেকে রক্ষা ছিল না তার। রিমা জানান, যে গ্রাম থেকে এসেছি সেখানে শিক্ষা ব্যবস্থা ভালো না, মেয়েদের বিয়ে হয়ে যায় এসএসসির আগেই। শুধুমাত্র মায়ের দূরদর্শী স্বপ্নেই প্রথমে ক্যাডেট কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফাইনালি বিসিএস জয়।
রিমার অনুপ্রেরণা ছিলেন তার মা। তিনি প্রিলিমিনারির জন্য কোন কোচিং করেননি। তবে লিখিত প্রস্তুতি তার জন্য অনেক কঠিন ছিল। একটা কোচিং এ ভর্তির একমাস পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। টেবিলে বসে পড়াশোনা ও লেখালেখি করতে না করলেন ডাক্তার। গ্রামের বাড়ি চলে যান। তিনি বলেন, মা-বাবা বললেন আপাতত ৪৩তম পড়াশোনা বন্ধ রাখতে তখন ৪৪তম প্রিলিতেও টিকেছিলাম। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, মনে হতো আমার সাথেই এমন কেন হলো। মা বলতেন ধৈর্য ধরো রিজিকের মালিক আল্লাহ। তবে আমি প্রস্তুতি বন্ধ রাখিনি।
প্রস্তুতির বিশেষ কোনো টেকনিক ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, বিশেষ টেকনিক বলতে আমার স্টাডি পার্টনার ছিল আমার এক কাছের বন্ধু ও ভাই সজীব। আমরা রুটিন করে দিনে পড়তাম, রাতে ত্রিশ মিনিট করে পড়া ধরতাম। কম্পিটিটিভ তবে হিংসা নেই এমন স্টাডি পার্টনার পাওয়া টা ভাগ্যের ব্যাপার। আমার সেই বন্ধু ও ভাই কিন্তু প্রশাসনেই সুপারিশকৃত।
কঠিন বিষয়গুলো কিভাবে আত্মস্থ করতেন জানতে চাইলে তিনি বলেন, আমি কঠিন বিষয়গুলোকে দুই ক্যাটাগরিতে ভাগ করেছিলাম- যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ও কঠিন সেগুলোতে জেদ উঠে যেত, যতক্ষন না শেষ হত ততক্ষণ পড়তাম ও উইকলি রিভাইজ করতাম।
আর অল্প গুরুত্বপূর্ণ+কঠিন গুলো বাদ দিয়ে দিতাম। কত নাম্বারের প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যয় করব এইটা সিলেবাস দেখে ডিসাইড করতাম
আমার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। একমাত্র বড় ভাই বগুড়া জজকোর্টের অ্যাডভোকেট। আমি পরিবারের সব থেকে ছোট সদস্য। আমার পরিবারের তিন সদস্য বিভিন্নভাবে আমার বিসিএস প্রস্তুতির সাপোর্ট দিয়েছেন। বাবা বলতেন, প্রথম চান্সেই বিসিএস পাশ করতে হবে। মা বলতেন চেষ্টা করতে থাকো একসময় ফল পাবে। আর ভাইয়া বলতেন, বিসিএস না হলে পিএইচডি করতে পাঠাবেন (ঠিক আমি যেমনটা চাইতাম)। সব মিলিয়ে এই জার্নিতে নিজেকে কখনো একলা ফিল হয়নি।
সিনিয়রদের থেকে জেনেছিলাম পররাষ্ট্র ফার্স্ট চয়েজ হলে, ভাইভা হয় ইংলিশে। আমার ইংলিশে ভালো হওয়াতে ভেবেছিলাম ভাইভাতে সুবিধা পাব, কিন্তু আমার ৩২-৩৩ মিনিটের দীর্ঘ ভাইভা হয়েছে বাংলাতে। আরো কয়েকজনের ভাইভা এনালাইসিসে বুঝতে পেরেছি, ভাইভা ইংরেজি/বাংলায় হওয়া আর ক্যাডার চয়েসের উপর ডিপেন্ডেবল নয়। এখন প্রার্থীকে দুটো ভাষাতেই সুন্দর করে কথা বলা জানতে হবে।
চয়েস সেটাই দেয়া উচিত যে ক্যাডারটা আপনি আসলেই হতে চান। অনেকেই না বুঝে ক্যাডার চয়েস দেয়াতে পরে ভোগান্তিতে পড়েন। মনে রাখবেন চাকরিটা আপনি সারাজীবন করবেন, তাই বুঝে শুনে ক্যাডার চয়েস দেয়া টা খুবই গুরুত্বপূর্ণ।
চাকরিপ্রার্থীদের বিসিএসকে একমাত্র লক্ষ্য বানানো কি ঠিক কিনা এমন প্রশ্নের উত্তরে রিমা জানান, আমার নিজের জীবনের ভুল থেকে বলছি। প্রথম দুই বছর আমি বিসিএস প্রিলিমিনারি, রিটেন ছাড়া অন্য পরীক্ষাগুলো দেইনি। এদিকে প্রথম বিসিএসের রেজাল্ট হতে সময় লাগল তিন বছরের বেশি। ২০২৩ সালের মাঝামাঝি এসে যখন আমি কয়েকটা ব্যাংকের এক্সাম দেয়া শুরু করি তখন আমার অনেক বন্ধু ব্যাংকসহ বিভিন্ন জবে ঢুকে গেছে। যদি আমার ৪৩ বিসিএসে ক্যাডার না আসতো তাহলে আমাকে অপেক্ষা করতে হত আরো ১ বছর। তাই প্রার্থীদের উচিত সব রকম পরীক্ষা দেওয়া। এতে অভিজ্ঞতা ও চাকরি পাওয়ার সম্ভাবনা দুটোই বাড়ে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রিমা জানান, পারিবারিক অবস্থা সচ্ছল হওয়াতে চাকরিটা আমার কাছে নিছক জীবন চালানোর একটা রাস্তা হিসাবে ছিল না। এটা আমার স্বপ্নের থেকেও সুন্দর প্রাপ্তি। তাই এর থেকে প্রাপ্য সম্মানী আমি শেয়ার করতে চাই অনেকের সাথে। অনেক ছোট থেকেই ইচ্ছা করত কিছু অনাথ বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে। সন্তান পরিত্যক্ত একান্ত বৃদ্ধ-বৃদ্ধার ভরণপোষণের দায়িত্ব নিতে। জানি না কতটা পারব। তবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে এসবই আসে আমার ভাবনায়। প্রশাসনের চাকরির শুরুর বছরগুলো থাকতে হবে মাঠ পর্যায়ে। অবশ্যই নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো। আর চাকরি জীবনের পদ নিয়ে এখনো ভাবিনি। জীবন যেখানে নিয়ে যাবে সেখানেই যাব ইনশাল্লাহ।
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.36 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.06 ms
Query
Database
0.37 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.01 ms
Query
Database
0.53 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.46 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.02 ms
Connecting to Database: "prev"
Database
1.55 ms
Query
Database
1.86 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '135841'
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
1.52 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '89'
Event: dbquery
Events
0.05 ms
Query
Database
6.23 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '135841'
Event: dbquery
Events
0.07 ms
Query
Database
7.19 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('133488','133419','133171','132893','132725')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.46 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '135841'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
1.18 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.05 ms
View: detail.php
Views
2.19 ms
After Filters
Timer
0.03 ms
Required After Filters
Timer
0.23 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.51 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল
<p style="text-align: justify;">৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল আনন্দে, গাছে চড়ে, পুকুর-নদীতে ডুব দিয়ে। বেড়ে উঠেছেন গ্রামের সবুজ প্রকৃতিতে। দুরন্ত কৈশোরের খেলার সাথীদের অনেকের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু থেমে যাননি রিমা। বিশ্ববিদ্যালয় এসে ক্যাম্পাসেও ছিলেন প্রাণবন্ত। উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে পিএইচডির স্বপ্ন দেখা রিমা পরিবারকে সময় দেওয়ার জন্য একসময় বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন। প্রথম বিসিএসে পেয়ে যান তার স্বপ্নের ক্যাডার। কেমন ছিল রিমার জীবন? তার জীবনের গল্প জানিয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে। স্মরণ করেছেন এতদূর আসতে যাদের সহযোগিতা পেয়েছেন, জানিয়েছেন নিজেকে ছাড়িয়ে যাওয়া জীবনের গল্প। </p>
<p style="text-align: justify;">রিমা ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। রিমা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <a href="https://thedailycampus.com/success-story/135744/">প্রশাসন ক্যাডার মজিবুর কোনো রুটিন মানেননি, করেননি কোচিংও</a></p>
<p style="text-align: justify;">নিজের সাফল্য নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি জানান, এক বড় ভাই ফলাফলের আগের রাতে আমার রেজিস্ট্রেশন নাম্বার নেন। কথা ছিল পছন্দের ক্যাডার আসলে আমাকে ফোন দেবেন। বিসিএস ফলাফল প্রকাশের দিন বিকেলে আমি ফেসবুকেই ছিলাম। বার বার চাকরির গ্রুপগুলোতে চেক করছিলাম রেজাল্ট দিয়েছি কিনা। তখন নজরুল ভাইয়ের কল আসে আমি কেটে দেই। ভাইয়া শুধুমাত্র একটা শব্দ লেখেন এডমিন। পিডিএফ চেক করে নিজের রোল পেলাম শুরুর দিকেই। কেমন যে অনুভূতি হলো জানি না, শুধু মনে হলো প্রচণ্ড গরমের দুপুরে যেন আল্লাহর রহমতের বৃষ্টি। প্রথমেই দুই রাকাত নফল নামাজ আদায় করে ফোন দিলাম মা-বাবা, ভাইয়াকে। সেদিন কেঁদেছিলাম। এখনো মনে পড়লে চোখ ভিজে যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়।</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://files.thedailycampus.com/uploaded/KMM/ef01eccc-361c-47fa-8117-117f1385af11.jpg" alt="ef01eccc-361c-47fa-8117-117f1385af11" width="424" height="636" /></p>
<p style="text-align: justify;">অংশগ্রহণের দিক থেকে রিমার এটা ছিল প্রথম বিসিএস। অনেক আগে থেকেই তার ইচ্ছে ছিল পিএইচডি করার। কিন্তু বাড়ির একমাত্র মেয়ে হওয়াতে দেশের বাইরে যাওয়াতে মত দেননি পরিবার। </p>
<p style="text-align: justify;">কোভিড মহামারি চলাকালীন সময়ে সব থেকে প্রিয় মানুষ নানাজান মারা যান। রিমা জানান,আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল, পড়াশোনা থেকে সম্পূর্ণ গ্যাপ নিলাম। সেই সাথে মনে হলো বাবা-মায়ের বয়স বাড়ছে। তাদের রেখে দেশের বাইরে যাওয়া পসিবল হবে না। বইয়ের ধুলো ঝেড়ে শুরু করলাম এক নতুন অধ্যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ নিরাশ করেননি।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <a href="https://thedailycampus.com/success-story/134612/">বিসিএস ক্যাডার হয়ে মাকে ফোন— ‘আমি ম্যাজিস্ট্রেট ইমন বলছি’</a></p>
<p style="text-align: justify;">রিমা ও তার ভাই বড় হয়েছেন নানা-নানির কাছে। তবে দাদা বাড়িও ছিল কাছেই। তাই বাবা মায়ের শাসন থেকে রক্ষা ছিল না তার। রিমা জানান, যে গ্রাম থেকে এসেছি সেখানে শিক্ষা ব্যবস্থা ভালো না, মেয়েদের বিয়ে হয়ে যায় এসএসসির আগেই। শুধুমাত্র মায়ের দূরদর্শী স্বপ্নেই প্রথমে ক্যাডেট কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফাইনালি বিসিএস জয়।</p>
<p style="text-align: justify;">রিমার অনুপ্রেরণা ছিলেন তার মা। তিনি প্রিলিমিনারির জন্য কোন কোচিং করেননি। তবে লিখিত প্রস্তুতি তার জন্য অনেক কঠিন ছিল। একটা কোচিং এ ভর্তির একমাস পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। টেবিলে বসে পড়াশোনা ও লেখালেখি করতে না করলেন ডাক্তার। গ্রামের বাড়ি চলে যান। তিনি বলেন, মা-বাবা বললেন আপাতত ৪৩তম পড়াশোনা বন্ধ রাখতে তখন ৪৪তম প্রিলিতেও টিকেছিলাম। অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, মনে হতো আমার সাথেই এমন কেন হলো। মা বলতেন ধৈর্য ধরো রিজিকের মালিক আল্লাহ। তবে আমি প্রস্তুতি বন্ধ রাখিনি। </p>
<p style="text-align: justify;">প্রস্তুতির বিশেষ কোনো টেকনিক ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, বিশেষ টেকনিক বলতে আমার স্টাডি পার্টনার ছিল আমার এক কাছের বন্ধু ও ভাই সজীব। আমরা রুটিন করে দিনে পড়তাম, রাতে ত্রিশ মিনিট করে পড়া ধরতাম। কম্পিটিটিভ তবে হিংসা নেই এমন স্টাডি পার্টনার পাওয়া টা ভাগ্যের ব্যাপার। আমার সেই বন্ধু ও ভাই কিন্তু প্রশাসনেই সুপারিশকৃত।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <a href="https://thedailycampus.com/success-story/133991/">৭ সরকারি চাকরি ও ৩ বিসিএস জয় করা ইমন থিতু পররাষ্ট্র ক্যাডারে</a></p>
<p style="text-align: justify;">কঠিন বিষয়গুলো কিভাবে আত্মস্থ করতেন জানতে চাইলে তিনি বলেন, আমি কঠিন বিষয়গুলোকে দুই ক্যাটাগরিতে ভাগ করেছিলাম- যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ও কঠিন সেগুলোতে জেদ উঠে যেত, যতক্ষন না শেষ হত ততক্ষণ পড়তাম ও উইকলি রিভাইজ করতাম।</p>
<p style="text-align: justify;">আর অল্প গুরুত্বপূর্ণ+কঠিন গুলো বাদ দিয়ে দিতাম। কত নাম্বারের প্রশ্নের জন্য কতটুকু সময় ব্যয় করব এইটা সিলেবাস দেখে ডিসাইড করতাম</p>
<p style="text-align: justify;">আমার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। একমাত্র বড় ভাই বগুড়া জজকোর্টের অ্যাডভোকেট। আমি পরিবারের সব থেকে ছোট সদস্য। আমার পরিবারের তিন সদস্য বিভিন্নভাবে আমার বিসিএস প্রস্তুতির সাপোর্ট দিয়েছেন। বাবা বলতেন, প্রথম চান্সেই বিসিএস পাশ করতে হবে। মা বলতেন চেষ্টা করতে থাকো একসময় ফল পাবে। আর ভাইয়া বলতেন, বিসিএস না হলে পিএইচডি করতে পাঠাবেন (ঠিক আমি যেমনটা চাইতাম)। সব মিলিয়ে এই জার্নিতে নিজেকে কখনো একলা ফিল হয়নি।</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://files.thedailycampus.com/uploaded/KMM/ca6b64d4-9fa2-442c-ba1c-6dcdb2cf3204.jpg" alt="ca6b64d4-9fa2-442c-ba1c-6dcdb2cf3204" width="453" height="507" /></p>
<p style="text-align: justify;"><br />সিনিয়রদের থেকে জেনেছিলাম পররাষ্ট্র ফার্স্ট চয়েজ হলে, ভাইভা হয় ইংলিশে। আমার ইংলিশে ভালো হওয়াতে ভেবেছিলাম ভাইভাতে সুবিধা পাব, কিন্তু আমার ৩২-৩৩ মিনিটের দীর্ঘ ভাইভা হয়েছে বাংলাতে। আরো কয়েকজনের ভাইভা এনালাইসিসে বুঝতে পেরেছি, ভাইভা ইংরেজি/বাংলায় হওয়া আর ক্যাডার চয়েসের উপর ডিপেন্ডেবল নয়। এখন প্রার্থীকে দুটো ভাষাতেই সুন্দর করে কথা বলা জানতে হবে।</p>
<p style="text-align: justify;">চয়েস সেটাই দেয়া উচিত যে ক্যাডারটা আপনি আসলেই হতে চান। অনেকেই না বুঝে ক্যাডার চয়েস দেয়াতে পরে ভোগান্তিতে পড়েন। মনে রাখবেন চাকরিটা আপনি সারাজীবন করবেন, তাই বুঝে শুনে ক্যাডার চয়েস দেয়া টা খুবই গুরুত্বপূর্ণ।</p>
<p style="text-align: justify;">আরও পড়ুন: <a href="https://thedailycampus.com/success-story/133358">পুলিশ ক্যাডার সজীব বললেন— ‘মায়ের মুখটাই আমার শক্তি’</a></p>
<p style="text-align: justify;">চাকরিপ্রার্থীদের বিসিএসকে একমাত্র লক্ষ্য বানানো কি ঠিক কিনা এমন প্রশ্নের উত্তরে রিমা জানান, আমার নিজের জীবনের ভুল থেকে বলছি। প্রথম দুই বছর আমি বিসিএস প্রিলিমিনারি, রিটেন ছাড়া অন্য পরীক্ষাগুলো দেইনি। এদিকে প্রথম বিসিএসের রেজাল্ট হতে সময় লাগল তিন বছরের বেশি। ২০২৩ সালের মাঝামাঝি এসে যখন আমি কয়েকটা ব্যাংকের এক্সাম দেয়া শুরু করি তখন আমার অনেক বন্ধু ব্যাংকসহ বিভিন্ন জবে ঢুকে গেছে। যদি আমার ৪৩ বিসিএসে ক্যাডার না আসতো তাহলে আমাকে অপেক্ষা করতে হত আরো ১ বছর। তাই প্রার্থীদের উচিত সব রকম পরীক্ষা দেওয়া। এতে অভিজ্ঞতা ও চাকরি পাওয়ার সম্ভাবনা দুটোই বাড়ে।</p>
<p style="text-align: justify;">ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রিমা জানান, পারিবারিক অবস্থা সচ্ছল হওয়াতে চাকরিটা আমার কাছে নিছক জীবন চালানোর একটা রাস্তা হিসাবে ছিল না। এটা আমার স্বপ্নের থেকেও সুন্দর প্রাপ্তি। তাই এর থেকে প্রাপ্য সম্মানী আমি শেয়ার করতে চাই অনেকের সাথে। অনেক ছোট থেকেই ইচ্ছা করত কিছু অনাথ বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে। সন্তান পরিত্যক্ত একান্ত বৃদ্ধ-বৃদ্ধার ভরণপোষণের দায়িত্ব নিতে। জানি না কতটা পারব। তবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে এসবই আসে আমার ভাবনায়। প্রশাসনের চাকরির শুরুর বছরগুলো থাকতে হবে মাঠ পর্যায়ে। অবশ্যই নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো। আর চাকরি জীবনের পদ নিয়ে এখনো ভাবিনি। জীবন যেখানে নিয়ে যাবে সেখানেই যাব ইনশাল্লাহ।</p>
realtednews
$value array (4)
0 => stdClass#107 (48)
$value[0]
Properties (48)
id_article -> string (6) "133488"
$value[0]->id_article
article_title -> UTF-8 string (179) "শূন্য থেকে বিসিএস ক্যাডার পবিপ্রবির মোরশেদ, পড়েছেন দৈনিক ৮-১০ ঘণ্টা"
home_title -> UTF-8 string (123) "বিসিএস ততক্ষণ ভালো, যতক্ষণ না তা লোভে পরিণত হয়"
$value[2]->home_title
share_title -> UTF-8 string (123) "বিসিএস ততক্ষণ ভালো, যতক্ষণ না তা লোভে পরিণত হয়"
$value[2]->share_title
DetailNews -> null
$value[2]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (622) "আঁখি মনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকো...
$value[2]->article_summary
আঁখি মনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা এই ছাত্রী তৃতীয়বারের চেষ্টায় বিসিএসে সাফল্য পেয়েছেন। মায়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ৪৩ তম বিসিএসে ট্যাক্স (কর) ক্যাডারে হয়েছেন সুপারিশপ্রাপ্ত।
৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক আনিসুর রহমান (উজ্জ্বল)। তিনি তার গ্রামের প্রথম অনার্স-মাস্টার্স পাশ করা ব্যক্তি এবং একই সঙ্গে প্রথম বিসিএস...
article_summary -> UTF-8 string (459) "বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আস...
$value[0]->article_summary
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আযহার পর প্রকাশ করা হতে পারে। এ প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও...
চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে যুবকের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
home_title -> UTF-8 string (95) "বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’"
$value[2]->home_title
share_title -> UTF-8 string (95) "বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’"
$value[2]->share_title
article_shoulder -> string (0) ""
$value[2]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[2]->article_hanger
article_summary -> UTF-8 string (730) "দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল ...
$value[2]->article_summary
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যেই এই সেবার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
home_title -> UTF-8 string (176) "কর্মবিরতি পালন করা শিক্ষকদের নিয়ে সভায় বসছেন প্রাথমিকের উপদেষ্টা"
$value[4]->home_title
share_title -> UTF-8 string (176) "কর্মবিরতি পালন করা শিক্ষকদের নিয়ে সভায় বসছেন প্রাথমিকের উপদেষ্টা"
$value[4]->share_title
article_shoulder -> string (0) ""
$value[4]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[4]->article_hanger
article_summary -> UTF-8 string (471) "তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন...
$value[4]->article_summary
তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন তারা। এতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্তার...
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১০৯ তম ব্যাচের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করে ‘সাংবাদিকদের আগে মার’ বলে হামলা করার অভিযোগ উঠেছে। তারা শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর অনুসারী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। গতকাল বুধবার (২৮ মে) এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই বার্তা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতেও।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতা আজ বৃহস্পতিবার জারি করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ জিও...
ডাক্তারের নিষেধ সত্ত্বেও হাল ছাড়েননি রিমা, প্রথম বিসিএসে প্রশাসন ক্যাডার
description
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল
ডাক্তারের নিষেধ সত্ত্বেও হাল ছাড়েননি রিমা, প্রথম বিসিএসে প্রশাসন ক্যাডার: The Daily Campus
share_title
ডাক্তারের নিষেধ সত্ত্বেও হাল ছাড়েননি রিমা, প্রথম বিসিএসে প্রশাসন ক্যাডার: The Daily Campus
page_desc
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমা ইসলাম। তার নিজ এলাকায় তিনি প্রথম বিসিএস ক্যাডার। রিমার শৈশব কেটেছে গ্রামের নির্মল