সহকারী জজ নিয়োগ পরীক্ষায় তৃতীয় ঢাবির খালিদ

খালিদ হাসান
খালিদ হাসান  © সংগৃহীত

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান। খালিদ নিজেই তার ফলাফলের তথ্যটি নিশ্চিত করেছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়।

খালিদের বাড়ি বরগুনা জেলার আমতলায়। তার বাবার নাম বাবুল। ফলাফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যক্তি জীবনেও ব্যাপক প্রশংসা পাচ্ছেন খালিদ।

এইচবি ছবি নামে খালিদের এক শিক্ষক তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আমার স্নেহের ছাত্র খালিদ হাসান জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সেই খালিদ যে সর্বদা শিক্ষকদের কাছে কাচুমাচু লক্ষী হয়ে থাকত। বকাও কম দেইনি।

আরও পড়ুন: সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত

তিনি লিখেন, খালিদ রচনা প্রতিযোগিতা বা বিতর্ক হলে সবার আগে এগিয়ে আসতো। ওর বাবা বাবুল ভা রোজ টিফিন আওয়ারে ওর জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে থাকতেন। লেগে থাকতো দুইটা ছেলে মেয়ের পেছনেই। তাই একজন এএসপি আর একজন হল জাজ। আলহামদুলিল্লাহ। দুই ভাই বোনেই আমার স্টুডেন্ট।

এবারে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা। আর দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম।


সর্বশেষ সংবাদ