টোফেল টিপস নিয়ে আমেরিকান সেন্টারের কর্মশালার নিবন্ধন চলছে

  © সংগৃহীত

যেসব শিক্ষার্থী আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চান তাদের জন্য দুইদিনের টোফেল টিপস ও কৌশল বিষয়ক কর্মশালার আয়োজন করেছে আমেরিকান সেন্টার। এ কর্মশালায় অংশগ্রহনেচ্ছুদের জন্য ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয়দের বাইরের শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শীতা প্রমাণের অন্যতম মাধ্যম টোফেল। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টোফেল অগ্রাধিকার দেওয়া হয়। সে কারণে কেউ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চাইলে এ কর্মশালায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণ করতে হলে আগামী ১৮ মে’র মধ্যে নিবন্ধন করতে হবে। প্রত্যেক সেমিনারের জন্য এটি আবশ্যক। এছাড়া কর্মশালা চলাকালে আমেরিকান সেন্টার মেম্বারশিপ কার্ড/ জাতীয় পরিচয়পত্র/অ্যাকাডেমিক পরিচয়পত্র/পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। আগামী ২০ থেকে ২১ মে দু‘দিনব্যাপী এ কর্মশালা চলবে। কর্মশালায় নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

কর্মশালা আয়োজনের ঠিকানা- দি আমেরিকান সেন্টার, প্লট-১, প্রগতি সরণি, ব্লকৈ-জে, বারিধারা ঢাকা। এ সংক্রান্ত ফেসবুক ইভেন্টটি দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ