ছাত্রদল ক্যাম্পাসে ভীতি ছড়াচ্ছে, বললেন ঢাবি ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষেয়ে মন্তব্য জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ‘ছাত্রদল সংগঠনটি রাজাকারদের ডিস্ট্রিবিটর, সন্ত্রাসের ডিস্ট্রিবিটর।’

দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, তারা সন্ত্রাসীবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীর মাঝে ভীতি ছড়াচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থাকবে কিনা সেই আশংকা করছে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে ওদের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মীদের আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে হামলার শিকার হন তারা।

মারধরের পর রক্তাক্ত অবস্থায় অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান গণমাধ্যমকে বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ অনেকে আহত হয়েছে।

আরো পড়ুন: ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার পর থমথমে ঢাবি ক্যাম্পাস

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা শহীদ মিনার এলাকা দিয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকস্ট্রিক ও ছুরি দিয়ে আক্রমণ চালায়।

তিনি বলেন, হামলায় ছাত্রদলেরসিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম ও সদস্য মানুসূরা গুরুতর আহত হয়েছেন। অন্তত ৩০ জন নেতাকর্মীর আহত হয়েছেন।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আবারও ক্যাম্পাসে ঢুকব। আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ