চবির বর্ধিত ভর্তি আবেদন ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধিত এই ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। আজ সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ষোলশহর স্টেশনে এ কর্মসূচী পালন করা হয়।

সমাবেশে চবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইসরাত জাহান জেরিন বলেন, ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা ভর্তি ফি নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামে ঊর্ধ্বগতি, সেখানে এই আবেদন ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরমভাবে ব্যাহত করবে।

শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ২০১৮-১৯ সালে যেভাবে খাতুনগঞ্জের আড়তদাররা পেঁয়াজের দাম সিন্ডিকেটের মাধ্যমে এবং পেঁয়াজ আমদানি হয়নি অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে। তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন ফি বৃদ্ধি করছে। আমরা এই বর্ধিত আবেদন ফি প্রত্যাহার করার দাবি জানাই।

সমাবেশে ঋজু লক্ষ্মী অবরোধের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক অর্প বড়ুয়া ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য দেবপ্রসাদ দে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence