ছাত্রলীগ করলেও চাকরির ‍নিয়োগে রাজনৈতিক সুবিধা নেই: সাদ্দাম

সাদ্দাম হোসেন
সাদ্দাম হোসেন  © ফাইল ছবি

ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ্যতার ভিত্তিতে সরকানি চাকরিতে নিয়োগ পাচ্ছেন বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশোতে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

সাদ্দাম হোসেন বলেন, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যে ধরনের স্বচ্ছতা এসেছে এটি সাম্প্রতিক সময়ে কোনো দশকে হয়েছে বলে তরুণেরা বিশ্বাস করে না।

তিনি বলেন, বর্তমানে সরকারি কাজের সুযোগ যেমন তাদের বৃদ্ধি পেয়েছে, আজকে দেখুন বিএসএসের প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় বলুন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলুন, মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যে আগ্রহ এটির কারণ স্বচ্ছতার সাথে নিয়োগ।

‘‘বাংলাদেশ ছাত্রলীগ করার কারণে কোন ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার উদাহরণ কিন্তু নেই।’’

সাদ্দাম আরও বলেন, বিসিএস থেকে শুরু করে কোন ধরনের সরকারি চাকরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের এখন ন্যূনতম কোন সুযোগ নেই। কর্পোরেট চাকরির বদলে শিক্ষার্থীদের এখন বিসিএসে আগ্রহী হওয়ার এটিই প্রধান কারণ।


সর্বশেষ সংবাদ