মোবাইল ডাটার দাম কমানোর দাবি ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের স্বার্থে ইন্টারনেটের দাম (মোবাইল ডাটা) কমানোর দাবি জানিয়েছেন ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। 

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের স্বার্থে ইন্টারনেটের (ডাটার) দাম কমানোর দাবি জানান তিনি।

এছাড়া করোনকালীন সময়ে শিক্ষার্থীদের সৃষ্ট সমস্যা  সমাধানে সরকার মনোযোগী নয়  উল্লেখ করে সরকারকে শিক্ষার্থীদের সংকট দ্রুত সমাধানের দাবি জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সাথে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্র ফেডারেশনের এ নেতা। 

শুক্রবার ‘করোনাকালীন উচ্চ মাধ্যমকে শিক্ষা ও অর্থনৈতিক সংকট" র্শীষক সেমিনারের আয়োজন করে বাংলাদশে ছাত্র ফডোরশেন ঢাকা মহানগর শাখা।

ছাত্র ফেডারেশনের মহানগরের যুগ্ন আহবায়ক হাসান আল মেহেদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের নানা সংকটের কথা তুলে ধরেন। এ সময় অধিকাংশ শিক্ষার্থীই বক্তব্যের মাধ্যমে নিজেদের হতাশা প্রকাশ করেন।

বাংলা কলেজ শিক্ষার্থী মনি আক্তার জানান, করোনাকালে তার অনেক সহপাঠীর বিয়ে হয়ে যাওয়া তারা এবার উচ্চমাধ্যমকি পরীক্ষা দিতে পারছে না।

ফিরোজা বাশার স্কুল এন্ড কলেজের জহিাদ হোসেন জানান, মহামারীতে আর্থিক সংকটে পড়ে ঠিকভাবে অনলাইন ক্লাস করতে পারেনি।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ছাড়াও সংগঠনটির ঢাকা বশ্বিবদ্যিালয় শাখা সভাপতি আবু রায়হান খান, ঢাকা নগর আহবায়ক সৈকত আরিফ ও সম্পাদক অনুপম রায় রূপক প্রমূখ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ