আশুলিয়ায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ধান কাটার পর তা মাড়াইয়ের কাজ করছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক
ধান কাটার পর তা মাড়াইয়ের কাজ করছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  © সংগৃহীত

কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দল বেঁধে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতাকর্মীদের উৎসাহ দিতে কাস্তে হাতে নেমে পড়েন কৃষকদের ধান কাটতে। আজ সোমবার ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শুবন্দী এলাকায় ধান কাটেন তাঁরা।

ছাত্রলীগের নেতাকর্মীরা শুবন্দী এলাকার কৃষক নূর মোহাম্মদের প্রায় এক একর জমির ধান কেটে তাঁর বাড়িতে পৌঁছে দেন। এ সময় তাঁরা ধান মাড়াইয়ের কাজেও অংশ নেন।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সব সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর করোনা মহামারিতে শ্রমিক সংকটে যখন কৃষকেরা ধান কাটতে পারছিলেন না তখন সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গত বছরের মতো এবারও যখন করোনা সংক্রমণ বাড়তে থাকতে, তখন সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। চলমান সংকটে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবেন।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করার পর সারা দেশের বিভিন্ন এলাকায় অনেক কৃষক শ্রমিক সংকটে পড়েন। এতে তারা জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েন। করোনা পরিস্থিতির অবনতিতে আমাদের অভিভাবক কৃষিবান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গতবারের মতো এবারও এমন সংকটময় মুহূর্তে নিরুপায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।’

এ কার্যক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান সোহেল, আরিফুল ইসলাম আরিফ, ম. সাইফ বাবু ও রাকিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার রাজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল, উপ-সাহিত্য সম্পাদক এস এম রিয়াদ হাসান, উপ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাভার উপজেলাসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধানকাটা কার্যক্রমে অংশ নেন।


সর্বশেষ সংবাদ