ফের শাহবাগ ব্লকেডের ডাক শিক্ষার্থীদের 

শাহবাগ ব্লকেড
শাহবাগ ব্লকেড  © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের শাহবাগ ‘ব্লকেড’ (অবরোধ) ঘোষণা দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, আজ রাত সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করবেন তারা।

মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অনশনরত কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আর কাউকে যেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে না হয়। তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানান। না হলে কীভাবে পদত্যাগ করাতে হয়, তা ছাত্রসমাজ জানে বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরো বলেন, কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। গতকাল রাতে শাহবাগ অবরোধ করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার এতে গা না করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অফিস ছুটির সময় অবরোধ না করে আজ রাত সাড়ে নয়টায় শাহবাগ ব্লকেড করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ (অবরোধ) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ