জুলাই অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বললেন ঢাবি ছাত্রদল সভাপতি, প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্রসংসদের

গণতান্ত্রিক ছাত্রসংসদ
গণতান্ত্রিক ছাত্রসংসদ  © সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে জুলাই মাসের গণ-অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়।

এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের দাবি, এই মন্তব্য শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা এবং গণতান্ত্রিক চেতনাবিরোধী।

সোমবার (২১ এপ্রিল) গণতান্ত্রিক ছাত্রসংসদের সহ-মুখপাত্র ফারদিন হাসান আন্তন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এক প্রকাশ্য বক্তব্যে বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের অবসানে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বলে অভিহিত করেছেন। আমরা মনে করি, এই বক্তব্য কেবল অবিবেচনাপ্রসূত নয়, বরং তা ইতিহাস বিকৃতির চেষ্টার শামিল।

তারা আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার সেই রক্তাক্ত আন্দোলনের মাধ্যমেই দেশে আজ রাজনৈতিক মতপ্রকাশের পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশেই আজ ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো তাদের মত প্রকাশ করতে পারছে। এই আন্দোলন ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন ও নিপীড়নের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ। তাকে ‘তথাকথিত’ বলা মানে শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা এবং গণতন্ত্রবিরোধী অবস্থান প্রকাশ করা।

গণতান্ত্রিক ছাত্রসংসদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, আমরা প্রত্যাশা করি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেবে এবং সংগঠনের দায়িত্বশীলতার পরিচয় দেবে। একইসাথে আমরা জোর দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করবেন এবং জাতির কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন। অন্যথায়, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী ছাত্রসমাজ এই বক্তব্য প্রতিরোধের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence