এনসিপি জনমনে বিভ্রান্তি তৈরি করছে: নাছির

বাসের যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করছেন নাছির উদ্দীন নাছির।
বাসের যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করছেন নাছির উদ্দীন নাছির।  © টিডিসি ফটো

‘জুলাই অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে যে রাজনৈতিক দল (এনসিপি) তৈরি হয়েছে তা জনমনে বিভ্রান্তি তৈরি করছে’—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে সোনাপুর জিরো পয়েন্টে পথচারী ও গাড়ি চালকদের মাঝে ইফতার বিতরণ পরবর্তী সময়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নামক নতুন রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের পর ২য় রিপাবলিকান বিষয়ক বিভিন্ন কথা বার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ভিতরে ভিতরে তারা আসন ভাগাভাগি কিংবা নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সে বিষয়ে বিভিন্নভাবে নেগোসিয়েশনের চেষ্টা করছে। তারা একটি সংগঠন হিসেবে যে ব্যর্থ হয়েছে। সেটা এ দেশের মানুষ ভালো ভাবেই বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্যগুলো দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। আমরা মনে করি সংলাপ সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত। 

এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল, সোনাপুর ডিগ্রি কলেজের নব নির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশালসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নোয়াখালী জেলা শহরের হাউজিং মারকাজ মসজিদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে যোগ দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।


সর্বশেষ সংবাদ