সেই এরিশা শিবিবকে পদ থেকে অব্যহতি দিল ছাত্রদল

‘তারেক রহমানকে’ অপছন্দ করা সেই এরিশা পেলেন ছাত্রদলে পদ থেকে অব্যাহতি
‘তারেক রহমানকে’ অপছন্দ করা সেই এরিশা পেলেন ছাত্রদলে পদ থেকে অব্যাহতি  © টিডিসি সম্পাদিত

বিতর্কের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু ও গ্রিন ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি রুদ্র রহমান পিয়ালকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’ এর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন এরিশা শিবিব নামে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রী।

তবে কমিটি ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক। পদ পাওয়া এই নেত্রী বিগত সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের সঙ্গে ফটোসেশন করা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।


সর্বশেষ সংবাদ