আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৪:৫০ PM

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (২২ মার্চ) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এ সমাবেশে, দলটির প্রধান উপদেষ্টার ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের’ বক্তব্যের নিন্দা জানানো হয়।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা সমাবেশে বলেন, ‘যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারের বেশি মানুষকে হত্যা করতে পারে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য দুই লক্ষ মানুষের রক্ত তোলে নিতে কোনো সংকোচ করবে না।" তিনি আরও বলেন, "বিপ্লবী ছাত্রজনতা যারা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছে।’
বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তবুও কিভাবে এটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাচ্ছে?’ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেরও সমালোচনা করেন, যেখানে তিনি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে উস্কে দেওয়া হচ্ছে। আমাদের জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা সমর্থন করি না।’ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনগণের পক্ষে থাকুন, গণহত্যাকারীদের পক্ষে নয়।’
এছাড়া, তিনি বলেন, ‘ক্যান্টনমেন্টের কর্তব্য নির্বাচন এবং রাজনীতি নির্ধারণ করা নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো।’