চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত, শোকজ

গোলাম কিবরিয়া অপু
গোলাম কিবরিয়া অপু  © সংগৃহীত

ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। 

আজ শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এর আগে, শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের ইন্টারনেটের ব্যবসা করে। সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাচ্ছিলো। সময় দিতে পারিনি। আজকে তাকে অফিসে আসতে বলি। সে আজ অফিসে এসে আমাকে জানায়, তার কাছে ৫০০০০ টাকা চাঁদা দাবি করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।

রাশেদ খান বলেন, গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয়। আমি তার কাছে তথ্যপ্রমাণ চাই। সে আমাকে রেকর্ড শোনায়। আমি তাকে বলি, অপুকে কল দাও। কল দিলে দেখি ঘটনা সত্য, সে ৫০০০০ চায়, পরে ৩০০০০ দেওয়ার জন্য বলে। 

তিনি আরও লেখেন, এসময় অফিসে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ফাহিম। ফাহিম কথোপকথন সংরক্ষণ করে রাখে। আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি, তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিব জাহেদ আহসান কে অবহিত করি। সে ভুক্তভোগীর সাথে কথা বলে এবং আমাকে তথ্যপ্রমাণ পাঠাতে বলে।

শেষে রাশেদ খান বলেন, নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হোক, সেটি প্রত্যাশা করিনা। আশা করি, গণতান্ত্রিক ছাত্র সংসদ অপুর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ