সেই মহিউদ্দিন এবার পদ পেলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠন তাদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। কেন্দ্র ও ঢাবি শাখায় মোট ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে সংগঠনটি।
এর আগে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সংগঠনটি আত্মপ্রকাশ করে। এ সময় ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও ছয় সদস্যবিশিষ্ট ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, নতুন এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন মো. মহিউদ্দিন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় গড়ে ওঠা ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক পদেও তার নাম ছিল।
তবে অভিযোগ উঠেছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা এবং জুলাই বিপ্লব-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন মো. মহিউদ্দিন।
সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের এই শিক্ষার্থী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তবে তার বিষয়ে জানতে চাইলে হলের শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ করা সত্ত্বেও জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্টে সেই প্রমাণ মেলে। জুলাই আন্দোলনকে বেগবান করতে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সমন্বয়ক একজন ছিলেন এই ছাত্রলীগ নেতা। একই সঙ্গে হল থেকে ছাত্রলীগ বিতাড়নেও তার ভূমিকার কথা জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সদস্য সচিব মো. মহিউদ্দিন দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, আমি ছোট থেকেই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই রাজনীতির চর্চা করি। আমি আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম, বিষয়টি সত্য। তবে আমি কখনো ঐ দলের হয়ে কিংবা দলের পরিচয়ে অবৈধ বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হইনি। বরং আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেকের বিপদে পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আমার দ্বারা কখনো কারও ক্ষতি হয়নি এবং সিনিয়র-জুনিয়র এমনকি ব্যাচমেট কারও সঙ্গে অসদাচরণও করিনি। আমি ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করেছি সব সময়। আমার রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে ছাত্র-জনতার কল্যাণে নিজেকে সচেষ্ট রাখা। যখন দেখলাম ওই দলটি ছাত্র-জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তা ছেড়ে আমি ছাত্র-জনতার কাতারে শামিল হলাম এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাড়ানোর সংগ্রামে সম্মুখসারিতে ছিলাম।