ঢাবিতে নতুন ছাত্র সংগঠন ঘিরে সংঘর্ষ, ছাত্র ইউনিয়নের নিন্দা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র আত্মপ্রকাশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথভাবে নবগঠিত ছাত্রসংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন।

তারা বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আজকের আত্মপ্রকাশের দিনেই নবগঠিত ছাত্রসংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা খুবই অনভিপ্রেত।’

নেতৃবৃন্দ দাবি করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, যা বাংলাদেশের ছাত্র আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত, সেখানে সংঘর্ষের ঘটনা দখলদারিত্ব, নৈরাজ্য ও সন্ত্রাসের চিত্র তুলে ধরেছে। তারা বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু আমরা এখনও দখলদারিত্ব এবং সন্ত্রাসের চিত্র দেখতে পাচ্ছি।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবগঠিত ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, নতুন সংগঠন মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করবে।

এ ছাড়া, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence