আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানববন্ধন করবে ছাত্রশিবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ AM

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিককরণের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিককরণের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় আটক শিক্ষার্থী বুটেক্সের
এর আগে গতকাল দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।