রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মী সম্মেলন ছাত্রদলের, সদস্য ফরম বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলনে অংশগ্রহণকারীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলনে অংশগ্রহণকারীরা  © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মী সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সদস্য ফরম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাইউম উল হাসানের সঞ্চালনায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত। সম্মেলনে বক্তারা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করেন।

আরো পড়ুন: কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

ছাত্রদল কর্মী মো. পিয়াস উদ্দিন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি ও মেধাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই ছাত্রদলের প্রধান লক্ষ্য। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বর্তমান আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আরেক কর্মী মাহফুজ আলম সমুদ্র বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন ধারার ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠাই ছাত্রদলের মূল লক্ষ্য। ৫ আগস্ট সরকারের পতনের পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয় সচল রাখতে ভূমিকা রেখেছে ছাত্রদল। ক্লাস ও পরীক্ষা নিয়মিত চলেছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রথম মানববন্ধনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা নেয়। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়েছে কর্মী সম্মেলনে।


সর্বশেষ সংবাদ